খবর (خَبْرٌ) কি? কাকে বলে? কত প্রকার ও কী কী?

◆ পরিচয়ঃ 

আরবি ভাষায় বাক্য গঠনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো খবর (خَبْرٌ) । এটি মূলত বাক্যে কোন কিছুর ব্যপারে তথ্য প্রদান করে। জুমলায়ে ইসমিয়্যাহ (جُمْلَةٌ أِسْمِيَّةٌ ) বা নামবাচক বাক্যে যে দুইটি অংশ নিয়ে পূর্ণ অর্থ প্রকাশ করে,  তার একটি মুবতাদা (مُبْتَدَأ ) আর অপরটি খবর। 

◆ সংজ্ঞাঃ 

هُوَ أِسْمٌ مَرْفُوْعٌ مُجَرَّدٌ عَنِ الْعَوَامِلِ اللَّفْظِيَّةِ وَ يَخْبَر عَنِ الْمُبْتَدَأ

মোদ্দাকথায়, খবর (خَبْرٌ) এমন মারফু’ ইসমকে বলে যা প্রকাশ্য আমেল থেকে মুক্ত এবং মুবতাদা (مُبْتَدَأ ) সম্পর্কে সংবাদ দিয়ে থাকে। 

📌উদাহরণঃ 

اَلْعِلْمُ نُوْرٌ

এখানে, اَلْعِلْمُ = মুবতাদা (যার সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে)। 

আর, نُوْرٌ = খবর (যা তথ্য দেওয়া হয়েছে)। 

◆ খবর (خَبْرٌ) এর প্রকারঃ 

খবর তিন প্রকার। যথাঃ– 

১। مُفْرَدٌ (একক শব্দ)। 
  • এক শব্দে তথ্য দেওয়া হয়। 
  • উদাহরণঃ زَيْنَبُ عَالِمَةٌ (যয়নাব একজন জ্ঞানী) 
২।  جُمْلَةٌ (বাক্য)। 
  • কখনো পূর্ণ একটি বাক্য মিলে কিছুর ব্যপারে তথ্য দেয়। বাক্যটি হতে পারে– নামবাচক বাক্য ( جُمْلَةٌ أِسْمِيَّةٌ ) কিংবা ক্রিয়াবাচক বাক্য  (جُمْلَةٌ فِعْلِيَّةٌ ) । 
  • উদাহরণঃ اَللّهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ (আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন) 
  • এখানে, يُحِبُّ الْمُحْسِنِيْنَ ফে’ল, ফায়েল ও মাফঊল মিলে جُمْلَةٌ فِعْلِيَّةٌ হয়ে খবর হয়েছে। 
৩। شِبْهُ جُمْلَةٌ (আংশিক বাক্য) 
  • যা শব্দ ও নয়, বাক্য ও নয়। সাধারণত حؤف جر+ مجرور বা ظرف زمان কিংবা ظرف مكان নিয়ে شِبْهُ جُمْلَةٌ হয়ে থাকে। 
  • উদাহরণঃ أَلْعِلْمُ فِيْ الصُّدُوْرِ (জ্ঞান বুকের মধ্যে থাকে)। 

◆ খবর (خَبْرٌ) এর আলামতঃ 

১। মারফু (مَرْفُوْعٌ) অবস্থায় থাকেঃ সাধারণত খবর মারফু’ বা পেশের অবস্থায় থাকে। 

২। একটি মুবতাদা (مُبْتَدَأ ) এর একাধিক খবর থাকতে পারে। যেমনঃ مُحَمّدٌ ص نَبِيٌّ وَ رَسُوْلٌ (মুহাম্মাদ স, একজন নবী ও রাসূল) । 

৩। খবরটি ইসমে ফায়েল, ইসমে মাফঊল, সিফাতে মুশাব্বাহা কিংবা ইসমে ফায়েল মুবালাগা এর যে কোনটি হতে পারে। 

◆ কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলীঃ 

১। খবর যদি ইসমে ফায়েল, ইসমে মাফঊল, সিফাতে মুশাব্বাহা কিংবা ইসমে ফায়েল মুবালাগা এর সীগাহ হয় তবে মুবতাদা (مُبْتَدَأ ) এর অনুকরণ করে। যেমনঃ زَيْنَبُ عَالِمَةٌ 

২। মুবতাদা (مُبْتَدَأ ) সবসময় أِبْتِداء কর্তিক ও খবর সবসময় মুবতাদা (مُبْتَدَأ ) কর্তিক মারফু হয়ে থাকে। 

৩। খবর সাধারণত মুবতাদা (مُبْتَدَأ ) এর পরে আসে। তবে কখনো আগেও আসতে পারে। 

৪। খবর যদি প্রশ্নবোধক অব্যয় (حرف استفهام ) হয় তবে খবরকে মুবতাদা (مُبْتَدَأ ) এর পূর্বে উল্লেখ করা ওয়াজিব। 

৫।  মুবতাদা (مُبْتَدَأ )  ও খবর উভয়টি মারফু (مَرْفُوْعٌ)হলে এদের মাঝে একটি বিচ্ছেদকারী সর্বনাম(ضَمِيْرُ الْفَصْلِ ) আসে। 

৬। أنَّ- أنَّ- كَأَنَّ  হরফগুলো মুবতাদা কে যবর ও খবরকে পেশ দিয়ে থাকে। 

◆ শেষ কথাঃ 

আরবি বাক্যে খবর (خَبْرٌ) অন্যতম গুরুত্বপূর্ণ একটি আলোচনা। যা ভালো করে আয়ত্ব করতে পারলে বাক্য বিশ্লেষণ সহজ হয়ে যায়।

13 Comments

  1. order androxal price for prescription

    get androxal price usa

  2. order enclomiphene generic enclomiphene

    Us enclomiphene without a perscription

  3. how to buy rifaximin usa mastercard

    rifaximin from canada

  4. purchase xifaxan generic in united states

    cheapest buy xifaxan us prices

  5. buy cheap staxyn australia cheap

    get staxyn buy germany

  6. get avodart cheap no prescription

    cheap avodart purchase online safely

  7. how to order dutasteride generic canadian

    how to order dutasteride uk no prescription

  8. online order flexeril cyclobenzaprine generic in us

    get flexeril cyclobenzaprine cheap canadian pharmacy

  9. how to order gabapentin no prescription usa

    order gabapentin price at walmart

  10. online order fildena generic extended release

    buy fildena buy san francisco

  11. online order itraconazole uk generic

    discount itraconazole canada discount

  12. objednejte kamagra bez lékařského předpisu

    24 léků kamagra

  13. kamagra pharmacie gratuit pilules

    kamagra en ligne sans ordonnance canada

Leave a Reply to cheap staxyn buy from canada Cancel reply

Your email address will not be published. Required fields are marked *