Arbibooks

ইসমে ইশারা (اِسْمٌ اِشَارَةٌ) এর পরিচয়। ইসমে ইশারা (اِسْمٌ اِشَارَةٌ) এর প্রকারভেদ। ইসমে ইশারা (اِسْمٌ اِشَارَةٌ)এর শব্দাবলি। ইসমে ইশারা (اِسْمٌ اِشَارَةٌ) এর মৌলিক নিয়মাবলী।

কোন ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করতে যে সকল শব্দসমূহ ব্যবহৃত হয়, এসকল শব্দকে বলা হয় ইসমে ইশারা (اِسْمٌ اِشَارَةٌ) । যেগুলোকে বাংলা ব্যাকরণে বলা হয় ইঙ্গিতসূচক বিশেষ্য। আর ইংরেজি গ্রামারে Demonstrative Pronoun.  ◆ সংজ্ঞা  هُوَ كُلٌّ لَفْظٍ اِسْمٍ اُشِيْرَ بِهِ الَي شَيْءٍ  قَرِيْبًا كَانَ اَوْ بَعِيْدًا  মোদ্দাকথায়, যে সকল ইসম (اِسْمٌ) দ্বারা নিকটের কিংবা দূরের […]

নির্দিষ্ট করে কোন ব্যক্তি, বস্তু বা স্থান বুঝালে তা ই মারেফা (مَعْرِفَةٌ ) । আরবিতে নির্দিষ্ট বুঝার একাধিক ধরণ বা পদ্ধতি রয়েছে। যেগুলোর সাহায্যে কোন শব্দ কে  মারেফা (مَعْرِفَةٌ ) করা হয়।  ◆ মারেফা (مَعْرِفَةٌ) এর পরিচয়: مَعْرِفَةٌ শব্দের অর্থ ই– নির্দিষ্ট, নির্ধারিত, مُعَيِّنٌ , Specific ইত্যাদি।  هُوَ كُلُّ أِسْمٍ يَدُيُّ عَلي مُعَيِّنٍ    মোদ্দাকথায়, مَعْرِفَةٌ […]

ইযাফত (اِضَافَةٌ) এর পরিচয়। ইযাফত (اِضَافَةٌ) এর গঠন। ইযাফত (اِضَافَةٌ) এর প্রকার। বিস্তারিত উদাহরণ।

দুই বা ততোধিক শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন পদ্ধতি ই হলো ইযাফত (اِضَافَةٌ) । আরবি বাক্যগঠনে ইযাফত (اِضَافَةٌ) অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত একটি বিষয়। যা মূলত নির্দিষ্টতা, মালিকানা কিংবা সম্পর্ক বুঝিয়ে থাকে।  ◆ সংজ্ঞা اَلْاِضَافَةُ كَلِمَةٌ تَدُلُّ عَلَي نِسْبَةِ كَلِمَةٍ اِلَي كَلِمَةٍ اخَري بِواسِطَةِ حَرْفِ الْجَرِّ لَفْظًا اَوْ مَعْنًي  মোদ্দাকথায়, ইযাফাত এমন শব্দকে বুঝায় যা […]

জুমলায়ে ইসমিয়্যাহ (جُمْلَةٌ أِسْمَيَّةٌ) এর পরিচয়। জুমলায়ে ইসমিয়্যাহ (جُمْلَةٌ أِسْمَيَّةٌ)এর গঠন। জুমলায়ে ইসমিয়্যাহ (جُمْلَةٌ أِسْمَيَّةٌ) চেনার আলামত।

◆ জুমলায়ে ইসমিয়্যাহ (جُمْلَةٌ أِسْمَيَّةٌ) বা নামবাচক বাক্যের পরিচয়:  ইসম (أِسْمٌ) শব্দ দিয়ে  শুরু হওয়া  বাক্যই হলো জুমলায়ে ইসমিয়্যাহ (جُمْلَةٌ أِسْمَيَّةٌ)। যা মুবতাদা (مُبْتَدَأ ) ও খবর (خَبْرٌ) এর সমন্বয়ে গঠিত হয়। আর বাংলা ব্যাকরণে বলা হয়– নামবাচক বাক্য।  ◆ সংজ্ঞা: هِيَ كُلُّ جُمْلَةٍ تُبْدَأُ بِأِسْمٍ مَرْفُوْعٍ تُعْرَبُ مُبْتَدَأً وَتُكْمَلُ مَعْنِاهُ بِالْخَبْرِ  মোদ্দাকথায়,  মুবতাদা (مُبْتَدَأ […]

মুবতাদা (مُبْتَدَأ ) এর পরিচয়। মুবতাদা (مُبْتَدَأ )এর প্রকার। মুবতাদা (مُبْتَدَأ ) চেনার আলামতসমূহ।

◆ মুবতাদা (مُبْتَدَأ ) এর পরিচয়ঃ  আরবি ব্যকরণে জুমলার (বাক্যের) প্রথম অংশ হলো মুবতাদা( المبتدأ), যার মাধ্যমে কোন কিছু সম্পর্কে তথ্য দেওয়া হয়। সাধারণত মুবতাদা (المبتدأ) একটি ইসম (اسم) বা বিশেষ্যজাত শব্দ হয়ে থাকে। বাংলা ব্যাকরণে একে বলা হয় উদ্দেশ্য।আর ইংরেজি  ব্যাকরণে সাবজেক্ট (Subject) । ◆ সংজ্ঞাঃ  المبتدأ هُوَ اِسْمٌ مَرْفُوْعٌ مُجَرَّدٌ عَنِ الْعَوَامِلِ اللَّفْظِيَّّةِ […]

খবর (خَبْرٌ) কি? কাকে বলে? কত প্রকার ও কী কী?

◆ পরিচয়ঃ  আরবি ভাষায় বাক্য গঠনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো খবর (خَبْرٌ) । এটি মূলত বাক্যে কোন কিছুর ব্যপারে তথ্য প্রদান করে। জুমলায়ে ইসমিয়্যাহ (جُمْلَةٌ أِسْمِيَّةٌ ) বা নামবাচক বাক্যে যে দুইটি অংশ নিয়ে পূর্ণ অর্থ প্রকাশ করে,  তার একটি মুবতাদা (مُبْتَدَأ ) আর অপরটি খবর।  ◆ সংজ্ঞাঃ  هُوَ أِسْمٌ مَرْفُوْعٌ مُجَرَّدٌ عَنِ […]

বিশেষ্য-اِسْمٌ

||> ইসম-اِسْمٌ কি? ||> বাংলা ও ইংরেজীতে ইসম-اِسْمٌ ; মিল- অমিল ইংরেজিতে →Noun- বিশেষ্য|| Pronoun-সর্বনাম|| Adjective- নাম বিশেষণ || Adverb-ক্রিয়া বিশেষণ।বাংলা ব্যকরণের আলোচনার সাথে ইংরেজি ব্যকরণের আলোচনা চলে এসেছে । সূতরাং, পূণরুল্লেখ নিষ্প্রয়োজন মনে করছি। ||> ইসম-اِسْمٌ এর চেহারাগুলো চিনবো যেভাবে—আরবিতে ইসম-اِسْمٌ বা বিশেষ্যজাত শব্দগুলো চেনার বেশ কিছু উপায়/ আলামত আছে। যেমন– ||> তাহ্কীকের ময়দানে […]

সর্বনাম-ضَمِيْرٌ

||>যমির-ضَمِيْرٌ কি?c পরিচয়,যমির-ضَمِيْرٌ শব্দটি [ض-م-ر] মূল থেকে গঠিত। যার শাব্দিক অর্থ— ★ اَلْاِضْمَارُ ★গোপন করা ★ اَلْاِخْفَاءُ ★To Hide ইত্যাদি। যেহেতো, যমির-ضَمِيْرٌ আসার দ্বারা বিশেষ্য বা ইসমের অনুপস্থিতি বা গোপন থাকা বুঝায়, তাই তাকে যমির-ضَمِيْرٌ নামে নামকরণ করা হয়েছে। উদাহরণত– যখন বলা হয়, ‘আমার ভাই শোয়াইব।সে খুব মেধাবী ছাত্র।’ দ্বিতীয় বাক্যে— ‘সে’ বলতে এখানে ‘করিম’ […]

5 Attractive Bookstore WordPress Themes

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat […]

Shopping cart close