জুমলায়ে ইসমিয়্যাহ (جُمْلَةٌ أِسْمَيَّةٌ) এর পরিচয়। জুমলায়ে ইসমিয়্যাহ (جُمْلَةٌ أِسْمَيَّةٌ)এর গঠন। জুমলায়ে ইসমিয়্যাহ (جُمْلَةٌ أِسْمَيَّةٌ) চেনার আলামত।

◆ জুমলায়ে ইসমিয়্যাহ (جُمْلَةٌ أِسْمَيَّةٌ) বা নামবাচক বাক্যের পরিচয়:

 ইসম (أِسْمٌ) শব্দ দিয়ে  শুরু হওয়া  বাক্যই হলো জুমলায়ে ইসমিয়্যাহ (جُمْلَةٌ أِسْمَيَّةٌ)। যা মুবতাদা (مُبْتَدَأ ) ও খবর (خَبْرٌ) এর সমন্বয়ে গঠিত হয়। আর বাংলা ব্যাকরণে বলা হয়– নামবাচক বাক্য। 

◆ সংজ্ঞা:

هِيَ كُلُّ جُمْلَةٍ تُبْدَأُ بِأِسْمٍ مَرْفُوْعٍ تُعْرَبُ مُبْتَدَأً وَتُكْمَلُ مَعْنِاهُ بِالْخَبْرِ 

মোদ্দাকথায়,  মুবতাদা (مُبْتَدَأ ) ও খবর (خَبْرٌ) এর সমন্বয়ে গঠিত হওয়া এমন শব্দকে জুমলায়ে ইসমিয়্যাহ (جُمْلَةٌ أِسْمَيَّةٌ) বলে যা শুরু হয়– ইসম (أِسْمٌ) দিয়ে। 

📌 উদাহরণ (مِثَألٌ ): 

اَلْأَعْرَأبُ أَشَدّ كُفْرًا وَنِفَاقًا 

  • বাক্যটি শুরু হয়েছে একটি ইসম (أِسْمٌ) দিয়ে। যা শুরুতে (اَلْ) দেখে বুঝা যায়। 

◆ জুমলায়ে ইসমিয়্যাহ (جُمْلَةٌ أِسْمَيَّةٌ) এর গঠন:

দুটি প্রধান অংশ নিয়ে গঠিত হয় জুমলায়ে ইসমিয়্যাহ (جُمْلَةٌ أِسْمَيَّةٌ) 

       ১।  মুবতাদা (مُبْتَدَأ ): যার সম্পর্কে কিছু কিছু বলা হচ্ছে। 

       ২। খবর (خَبْرٌ): যা কিছু বলা হচ্ছে। 

📌 উদাহরণ (مِثَألٌ ): 

اَلتَّلْمِيْذُ مُجْتَهِدٌ (ছাত্রটি পরিশ্রমী) 

  • اَلتَّلْمِيْذُ (ছাত্রটি)=  مُبْتَدَأ 
  • مُجْتَهِدٌ পরিশ্রমী= خَبْرٌ  

◆ জুমলায়ে ইসমিয়্যাহ (جُمْلَةٌ أِسْمَيَّةٌ) চেনার উপায়:

✓ বাক্যটি ইসম (أِسْمٌ) দিয়ে শুরু হবে। 

✕ শব্দটি ফে’ল (فِعْلٌ ) দিয়ে শুরু হবে না। 

 জুমলায়ে ইসমিয়্যাহ (جُمْلَةٌ أِسْمَيَّةٌ)  আরবি ভাষায় অন্যতম ও গুরুত্বপূর্ণ বাক্য কাঠামো। যা বুঝতে পারলে কুরআন, হাদীস ও আরবি সাহিত্য অনুধাবন করা সহজ।

12 Comments

  1. medicament kamagra pharmacie nist prescrire

    acheter kamagra en ligne sans script

  2. get enclomiphene usa where to buy

    ordering enclomiphene us prices

  3. buy cheap androxal cheap fast shipping

    online order androxal lowest price

  4. buying flexeril cyclobenzaprine cheap from usa

    get flexeril cyclobenzaprine purchase in the uk

  5. discount fildena toronto canada

    buying fildena generic uk next day delivery

  6. canada gabapentin with no perscription

    ordering gabapentin generic how effective

  7. Buy itraconazole online without a script

    where to buy itraconazole in the usa without a prescription

  8. cheap staxyn toronto canada

    how to buy staxyn generic usa

  9. cheap avodart generic mexico

    Buy avodart online with overnight delivery

  10. discount rifaximin us overnight delivery

    online order rifaximin uk london

  11. discount xifaxan generic does it work

    order xifaxan generic united states

  12. cod kamagra bez lékařského předpisu

    kamagra ups

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *